দুর্বল ওয়েস্ট ইন্ডিজ-ই যেন মারণাস্ত্রে ভরা!

0
1408
 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, জানুয়ারি ২০, ২০২১ |  ৯:২৯পূর্বাহ্ণ

কুয়াশায় আচ্ছন্ন পুরো বাংলাদেশ। তবে বেলাটা বাড়লে সুর্যটা হাসলেই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ৯ মাস পর লাল সবুজের জার্সিতে বাঘের দেখা মেলবে। ক্ষুধার্থ বাঘের শিকারেরা নিজেদেরকে দানবের দল হিসাবে পরিচয় দিতে বেশ ভালোবাসে। তবে এবারে মনে হচ্ছে দানব নয়, এসেছে কিছু পুচকের দল।

কাগজে কলমে বলতে গেলে দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু আসলেই কি তাই? দলে নাই বা থাকতে পারে গেইল-রাসেল-হেটমায়ার-হোপেরা। কিন্তু যারা আছে তারাও যে কম নয়।

প্রথমের নামটা আলজারী জোসেফ। বাংলাদেশ যে তার প্রিয় প্রতিপক্ষদের একটি বলাই বাহুল্য। ২৮ ওয়ানডে ম্যাচে ৪৮ উইকেটের পরিসংখ্যানটাই বলে দেয় কতটা ভয়ানক জোসেফ। আলজারীর সুইংয়ের গল্পটা জানতে চাইলে এনামূল হক বিজয়কে জিজ্ঞেস করে আসুন।

সুনিল আম্ব্রিসকেও ছেড়ে কথা বলা যাবে না। ১৩ ওয়ানডে ম্যাচে ৪৪.৭০ গড়ে আম্ব্রিসের খাতায় এসেছে ৪৪৭ রান। স্ট্রাইকরেটটা ১০০ ছুইছুই। বাংলাদেশের বিপক্ষে গড়টা ৬৫(প্রায়)।

রাসেল না এলেও মিনি রাসেল কিন্তু এসেছেন। বলছিলাম রভম্যান পাওয়েলের কথা। আইপিএল, বিপিএল, পিএসএল প্রায় সব লীগই খেলা হয়েছে পাওয়েলের। যেখানে ডেপথ ওভারে বাংলাদেশের বোলারদের অবস্থা খারাপ, সেখানেই সবচাইতে ভয়ানক পাওয়েল।

এমনকি জেসন মোহাম্মাদ, আন্দ্রে ম্যাকার্টিকেও ছেড়ে কথা বলা যাবে না। তবে ভয় লাগাতে পারেন জশুয়া ডি সিলভা৷ সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পুরোপুরি দূর্বল বলা যাবে না। কারণ এই দুর্বল দলই হয়তোবা পারে বাংলার টাইগারদের বুকে কাপনী দিতে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here