সশরীরেই পরীক্ষার পক্ষে মত দিয়েছেন চবির ডিনরা

0
121
 চবি প্রতিনিধি |  শুক্রবার, মে ২৮, ২০২১ |  ৬:৪৬অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা সশরীরেই নিতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে গঠিত কমিটির প্রথম সভায় ডিনরা এ মতামত দেন।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, পরীক্ষাগুলো আমরা সশরীরে নেওয়ার বিষয়েই চিন্তাভাবনা করছি। অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো ওই ধরনের সক্ষমতা আমাদের দেশে এখনও তৈরি হয়নি। একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here