নালায় পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

0
25
  |  রবিবার, আগস্ট ২৭, ২০২৩ |  ৭:১৩অপরাহ্ণ

এক বছরেও মুরাদপুরে পানিতে তলিয়ে যাওয়া এক ব্যক্তির এখনো লাশ পাওয়া যায়নি। এরমধ্যে নগরের হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নাম এক দেড় বছরের শিশু নিখোঁজ হয়েছে।

ইয়াছিন আরাফাত, একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ।

রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাচঁটায় পর থেকে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, রোববার বিকেলে ওই শিশু কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়।

রবিন

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here