সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারক রহমানের বক্তব্য সরানোর আবেদন

0
28
  |  সোমবার, আগস্ট ২৮, ২০২৩ |  ১০:০২পূর্বাহ্ণ

গত কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের চাঙা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন সরকার পতন করানোর।

এবার তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য ফেসবুক, ইউটিউব থেকে সরানোর নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আবেদনে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি নির্দেশনাও চাওয়া হয়।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদনে এসব নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেছেন আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা।

২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের কোনো বক্তব্য কিংবা বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতেও নির্দেশ দেন আদালত। তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন আদালত। রুলটি এখন শুনানির জন্য প্রস্তুত হওয়ায় আজ বুধবার চূড়ান্ত শুনানি শুরু হবে।

রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here